বাদোহি (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশ নির্বাচনের শেষদিনের প্রচারেও রাজনৈতিক নেতাদের ভাষণে উঠে এল কটাক্ষ, শ্লেষ।


ভাদোহির সভায় সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ‘ঔরঙ্গজেব’ ও ‘কংস’ বলে কটাক্ষ করলেন যোগী আদিত্যনাথ। তাঁর পরামর্শ, বাবা-মায়েদের উচিত সন্তানদের নাম যেন অখিলেশ না রাখেন।


এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, ঔরঙ্গজেব বা কংস যা করেননি, অখিলেশ সেটা করেছেন। এখন বাবা-মায়েদের পরামর্শ, তাঁরা যেন সন্তানের নাম অখিলেশ না রাখেন।


আদিত্যনাথ যোগ করেন, অখিলেশ এখন বলছেন, সুযোগ দেওয়া হলে তিনি আগামী পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন করবেন। আমার প্রশ্ন, গত পাঁচ বছরে তিনি কী করছিলেন।


গোরক্ষপুরের সাংসদ দাবি করেন, রাজ্য সরকার সন্ত্রাসবাদী, সমাজবিরোধী ও ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করে চলেছে। তিনি যোগ করেন, রাজ্য সরকার যতগুলি প্রকল্পের সূচনা করেছেন, তা কেবলাত্র এক বিশেষ সম্প্রদায়ের জন্য।