নয়ডা: চালু বিশ্বাস ভাঙলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রীই নয়ডায় পা রাখেন, তিনি পদ হারান, ক্ষমতায় কোনওদিন ফিরতে পারেন না, রাজ্য রাজনীতিতে বহাল এই কুসংস্কারে আমল না দিয়ে তিনি শনিবার সেখানেই যাচ্ছেন। ২৫ ডিসেম্বর নয়ডায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার প্রস্তুতি, নিরাপত্তার আয়োজন খতিয়ে দেখার পাশাপাশি নয়ডা-কালকাজি মেট্রো লাইনের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। নয়ডা জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে সেখানকার উন্নয়ন প্রকল্পগুলির হাল-হকিকত নিয়ে খোঁজখবর করবেন, বিজেপি নেতা, কর্মীদের সঙ্গেও বৈঠক আছে তাঁর।
এদিকে প্রধানমন্ত্রীর সোমবারের কর্মসূচিতে সামিল হওয়ার জন্য বিজেপি নেতা-কর্মীরা গ্রাম-গ্রামাঞ্চল ঘুরছেন।
নয়ডা বা গৌতম বুদ্ধ নগর ছোট ছোট কতগুলি গ্রাম থেকে রাজ্যের পূর্ণাঙ্গ অর্থনৈতিক লেনদেনের কেন্দ্রে পরিণত হলেও আগের বেশিরভাগ মুখ্যমন্ত্রী তাকে এড়িয়ে চলতেন। ১৯৮৮ সালে তত্কালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিংহ নয়ডা ঘুরে আসতেই তাঁকে ইস্তফা দিতে বলে তাঁর দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তখন থেকেই নয়ডা মুখ্যমন্ত্রীদের ভাগ্যে 'অশুভ' তকমা পায়। বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী অবশ্য ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালে নয়ডায় সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন। আবার আদিত্যনাথের পূর্বসূরী সমাজবাদী পার্টি (এসপি) সরকারের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব নয়ডাকে এড়িয়ে গিয়েছেন। ২০১৩-এর মে মাসে নয়ডায় এশিয় উন্নয়ন ব্যাঙ্কের সম্মেলনে তিনি যাননি। তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রধান অতিথি ছিলেন সেখানে। ৬ লেনের যমুনা এক্সপ্রেসওয়ের সূচনা সহ ৩৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনাও তিনি লখনউয়ে বসে ভিডিও লিঙ্ক মারফত্ করেন, নয়ডায় যাননি। এমনকী বাড়ির ফ্রিজে গোমাংস রাখার অভিযোগে গণপিটুনিতে নিহত মহম্মদ আখলাকের পরিবারের লোকজনকেও অখিলেশের সঙ্গে দেখা করাতে নয়ডা থেকে লখনউ নিয়ে যাওয়া হয়েছিল।অখিলেশ একা নন, মুলায়ম সিংহ যাদব, কল্যাণ সিংহ, রাজনাথ সিংহরাও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে নয়ডাকে এড়িয়ে গিয়েছেন।