মুম্বই: পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্টাইকের প্রশংসায় আদনান সামি। টুইটারে সেনা জওয়ানদের সাফল্যের প্রশংসা করেন তিনি। কিন্তু একবারও নাম করেননি পাকিস্তানের।


প্রসঙ্গত, গতবছর ভারতের নাগরিকত্ব দেওয়া হয় পাক সঙ্গীতশিল্পী আদনানকে। ২০১৫-র মে মাসে পাক সরকার আদনানের পাসপোর্ট রিনিউ করতে অস্বীকার করে। এরপরই ভারত সরকার তাঁকে অনির্দ্দিষ্টকালের জন্য ভারতে থাকার অনুমতি দেয়।
ভারতীয় সেনা জওয়ানদের প্রশংসা করলেও পাকিস্তানকে নিয়ে একটিও শব্দ ব্যয় করেননি আদনান। সম্ভবত বিপুল আক্রমণের মুখে পড়ার আশঙ্কায় পাকিস্তানের নাম একবারও করেননি আদনান। তা সত্ত্বেও এরমধ্যেই বহু পাকিস্তানি ইউজারদের রোষের মুখে পড়েছেন তিনি। যদিও তাদের জবাবও দিয়েছেন আদনান। পাল্টা তিনিও বলেন, তারা 'জঙ্গি' এবং 'পাকিস্তানিদের' পার্থক্যটা ভুলে গেছে।


উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব পেয়েই এদেশের প্রতি তাঁর কৃতজ্ঞতার কথা জানিয়েছিলেন আদনান। তিনি বলেন, জন্মদিনে অসাধারণ উপহার পেলাম। নিজের বাড়িতে মুক্তবাবে নিশ্বাস নিতে পারার উপহার। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।