নয়াদিল্লি: ভোটে জিততে হলে গরিব ঘরের অপুষ্ট বাচ্চাদের দত্তক নিন। বিজেপি কর্মীদের পরামর্শ দিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের। রাজ্যপাল পদে বসে বিজেপির হয়ে প্রচার, দলীয় কর্মীদের তাঁর এহেন পরামর্শ দানের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে শোনা যাচ্ছে। রাজ্যপাল পদে বসে একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করায় সাংবিধানিক রীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।




গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেনকে চিত্রকূটে বিজেপি কর্মীদের একর অনুষ্ঠানে এ কথা বলতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, গ্রামে গ্রামে যান। গরিব শিশুদের স্নেহের পরশ দিন, ওদের কোলে তুলে নিন। দত্তক নিয়ে মানুষ করে তুলুন, ওদের চাহিদা পূরণ করুন, যদি ভোট পেতে চান। এরকম আর কোনও ভাবে ভোট পাওয়া যাবে না।
মধ্যপ্রদেশের ক্ষমতাসীন শাসক দলের হয়ে কার্যত এ ভাবে প্রচার চালিয়ে বিজেপি কর্মীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণে কঠিন পরিশ্রম করতেও ডাক দেন। বলেন, বাচ্চাদের সমৃদ্ধি, উন্নতির জন্য প্রচার করুন। এটা খুব কঠিন কাজ নয়। প্রধানমন্ত্রী মোদীর ২০২২ এর স্বপ্ন সফল করতে চাইলে এটা করুন।
ভিডিওতে আনন্দীবেনকে আশপাশের সরকারি অফিসারদের বলতে শোনা গিয়েছে যে, তাঁদের বাচ্চাদের জন্য কাজ করার রাজনৈতিক স্বার্থ না থাকতে পারে, কিন্তু তাঁর আছে। তাঁর মন্তব্য, আপনাদের ভোটের প্রয়োজন নেই, আমাদের আছে।