লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান পদে পুনর্বহাল আডবাণী
Web Desk, ABP Ananda | 07 Sep 2016 12:20 PM (IST)
নয়াদিল্লি: লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান পদে পুনর্বহাল হলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। এদিন আডবাণীকে পুনর্মনোনীত করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। আডবাণী ছাড়াও আরও ১২ জন সদস্য এদিন পুনরায় মনোনীত হন। এর পাশাপাশি, কমিটিতে নিয়ে আসা হয়েছে রাকেশ সিংহ এবং অক্ষয় যাদবকে। অন্যদিকে, বর্তমানে ক্যাবিনেট পদ মেলায় আগের কমিটি থেকে বাদ পড়েছেন অর্জুন রাম মেঘওয়াল। যে কোনও সাংসদের বিরুদ্ধে ‘অনৈতিকতার’ অভিযোগ উঠলে, এই কমিটি তা খতিয়ে নিজের রিপোর্ট পেশ করে। পাশাপাশি, স্বতঃপ্রণোদিতভাবেও সাংসদদের ‘অনৈতিকতা’ নিয়ে তদন্ত করার ক্ষমতা রয়েছে এই কমিটির। বর্তমানে, নারদ স্টিংকাণ্ড নিয়ে তদন্ত করছে এই এথিক্স কমিটি, যেখানে পাঁচ তৃণমূল সাংসদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।