জয়ললিতা ভাল আছেন! শশীকলার ভয়ে মিথ্যা বলেছেন দলের নেতারা, স্বীকার এআইএডিএমকে মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2017 05:52 PM (IST)
চেন্নাই: লোকে যাতে বিশ্বাস করে, জয়ললিতা ভাল আছেন, সুস্থ হচ্ছেন, সেজন্য শশীকলার ভয়ে তাঁরা নেত্রীর শরীর-স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলেছিলেন। জানালেন তামিলনাড়ুর পদস্থ মন্ত্রী ও এআইএডিএমকে নেতা দিন্দিগুলি শ্রীনিবাসন।
২০১৬-র ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। নানা জটিল সমস্যায় ভুগে ৫ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান।
শ্রীনিবাসন জানিয়েছেন, আসল ঘটনা হল, জয়ললিতার খবর নিতে যাঁরাই আসতেন, শশীকলার আত্মীয়স্বজনরা তাঁদের তাঁর সঙ্গে দেখাই করতে দিতেন না, উনি ভাল আছেন বলে জানিয়ে বিদেয় করে দিতেন। তাঁকেও দেখা করতে দেওয়া হয়নি।
সম্প্রতি জয়ললিতার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিশন নিয়োগের কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। এআইএডিএমকে সভানেত্রীর মৃত্যু নিয়ে রাজ্যবাসীর মনে সংশয় রয়েছে, তাই তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছিলেন উপ মুখ্যমন্ত্রী তথা বিদ্রোহী নেতা ও পনিরসেলভম।
এদিন শ্রীনিবাসন দলীয় কর্মী, জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমায় ক্ষমা করে দিন। আমরা মিথ্যা বলেছি যে, আম্মা সম্বর, চাটনি, চা খাচ্ছেন যাতে আপনাদের বিশ্বাস হয়, উনি ভাল হয়ে উঠছেন। আসলে কেউই ওনাকে ইডলি, চা খেতে বা গল্পগুজব করতে দেখেনি। সব মিথ্যা।
একইভাবে দলের একাধিক নেতা হাসপাতালে জয়ললিতার সঙ্গে দেখা করেছেন, উনি ভাল হয়ে উঠছেন বলে তাঁদের দাবিও পুরোপুরি অসত্য, জানান শ্রীনিবাসন।
দলে কোণঠাসা নেতা টিটিভি দিনকরনের অনুগামীরা জয়ললিতার চিকিত্সার ব্যাপারে যাবতীয় সন্দেহ খন্ডনে তাদের হাতে পর্যাপ্ত প্রমাণ আছে বলে দাবি করলেও শ্রীনিবাসন চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে সেই প্রমাণ দেখাক, কমিশনের সামনে যাক!
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -