নয়াদিল্লি: কালো চামড়ার মানুষ, তাই অপরাধে জড়িত, এমন সন্দেহে ভারতে আসা আফ্রিকার নানা দেশের লোকজনের ওপর আচমকা হামলা চলছেই। বুধবার গ্রেটার নয়ডায় একদল লোক তাঁকে নিগ্রহ করেছে বলে দাবি করলেন কেনিয়ার এক যুবতী। মারিয়া বুরেনডি নামে মহিলার অভিযোগ, তিনি গাড়িতে গ্রেটার নয়ডার কাসনা এলাকায় যাচ্ছিলেন। একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গাড়ি থেকে টেনেহিঁচড়ে তাঁকে বের করে তাঁর তলপেটে লাথি-ঘুঁষি মারে। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পড়ুয়া তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল চেক আপে তাঁর ওপর শারীরিক নিগ্রহের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে তাঁকে প্রাথমিক শূশ্রুষার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
নলেজ পার্কের সামনের এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিগ্রহকারীদের খোঁজ চলছে।
এই নিয়ে গ্রেটার নয়ডা এলাকায় গত রবিবার থেকে তৃতীয়বার আফ্রিকার কোনও মানুষ আক্রান্ত হলেন। গত রবিবার হৃদরোগের কবলে একটি ১৭ বছরের ছেলে মারা গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়, এলাকায় বসবাসকারী নাইজিরিয়রা ওকে মাদক সরবরাহ করেছিল, সেই মাদকের নেশায়ই তার মৃত্যু ঘটেছে। তারা চার নাইজিরিয় পড়ুয়াকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। পরপর এমন বেশ কিছু ঘটনায় সন্ত্রস্ত, ভীত আফ্রিকা থেকে আসা ছেলে-মেয়েরা। ভারতে আফ্রিকার পড়ুয়াদের সংগঠন সদস্যদের বলেছে বৃহস্পতিবার পর্যন্ত বাড়ি থেকে না বেরতে। ভারত সরকারের কাছে আফ্রিকার মানুষজনের জীবন, সম্পত্তির সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছে তারা।
গ্রেটার নয়ডায় আক্রান্ত কেনিয়ার যুবতী, গাড়ি থেকে নামিয়ে তলপেটে লাথি-ঘুঁষি!
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2017 01:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -