মুজফ্ফরনগর: কার্গিল যুদ্ধে বাবা শহিদ হয়েছিলেন। বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে ছোট্ট হিতেশ প্রতিজ্ঞা করেছিলেন, বড় হয়ে সে সেনায় যোগ দেবেন। শনিবার, দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে লেফটেন্যান্ট হিসেবে কমিশনড হলেন ছেলে।


হিতেশের বাবা বচ্চন সিংহ ভারতীয় সেনায় লান্স নায়েক পদে রাজপুতানা রাইফেলসের দ্বিতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ১৯৯৯ সালের ১২ জুন, কার্গিলের তোলোলিংয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুর ঠিক ১৯ বছর পর, বাবাকে দেওয়া প্রতিজ্ঞা পালন করলেন তরুণ হিতেশ। শুধু তাই নয়, বাবার রেজিমেন্টেই যোগ দিয়েছেন ছেলে।

সেনা অফিসার হওয়ার পর, প্রথমেই মুজফ্ফরনগরে সিভিল লাইন এলাকায় রাখা তাঁর বাবার সৌধে শ্রদ্ধা অর্পন করেন হিতেশ। বলেন, ১৯ বছর ধরে আমি ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখতাম। আমার মা-ও তাই দেখতেন। এখন গর্ব ও সততার সঙ্গে আমি দেশের সেবা করতে চাই।

চোখে আনন্দ ও গর্বের অশ্রু। হিতেশে মা তথা শহিদ বচ্চন সিংহের স্ত্রী বলেন, তাঁর স্বামী শহিদ হওয়ার পর, জীবন প্রায় থমকে যায়। গোটা সময় দুই ছেলেকে লালন-পালন করতে কাটিয়ে দিই। আজ, হিতেশ অফিসার হওয়ায় আমি গর্বিত। তিনি যোগ করেন, ছোট ছেলেও সেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।