ভোপাল: শুধু গরিবদের মধ্যে নয়, জয়ললিতার আম্মা ক্যান্টিন মধ্যবিত্তদের কাছেও সুপারহিট। ১ টাকায় মিলছে একটা ইডলি, ৫ টাকায় সম্বর ভাত আর ৩ টাকায় দই ভাত। সেই পথে হেঁটে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও এবার গরিবদের জন্য ভর্তুকির সস্তা খাবার আনছেন বলে খবর। স্বাস্থ্যকর খাবারে ভরপুর এই ‘থালি’-র দাম হবে মাত্র ১০ টাকা। শিগগিরই মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করবেন।
বিজেপির পাঁচমারি বৈঠকে চৌহান নিজেই এই পরিকল্পনার কথা বলেন। ২৫ তারিখ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে এই প্রকল্প চালু করতে চান তিনি। বিজেপি সূত্রে খবর, ২০১৮-র বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এই প্রকল্পে জোর দিচ্ছে সরকার। ‘থালি’-তে রুটি, ডাল, সবজি, ভাত আর আচারের মত পেটভরা খাবার থাকবে। প্রথমে চালু হবে ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র ও জব্বলপুরে। স্থানীয় কর্পোরেশন খাদ্য দফতরের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন আউটলেটের মাধ্যমে গরিবদের কাছে পৌঁছে দেবে এই জলের দরে খাবার।
মাত্র ১০ টাকা: আম্মা ক্যান্টিনের পর এবার কি চৌহান থালি?
ABP Ananda, web desk
Updated at:
09 Sep 2016 06:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -