আগরা: গুরুদায়িত্ব! এর আগে খুঁজতে হয়েছে প্রথম সারির সমাজবাদী পার্টি নেতা আজম খানের মোষ, এবার উত্তর প্রদেশ পুলিশকে খুঁজতে হবে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আগরার সাংসদ রাম শঙ্কর কাঠেরিয়ার পোষ্য কুকুর।
গত তিনদিন ধরে খোঁজ মিলছে না প্রিয় পোষ্য সারমেয় কালু। কালুর সচিত্র পরিচয়পত্র থানায় জমা দেওয়া হয়েছে। দেড় বছরের ল্যাব্রাডর কুকুরটি বিজেপি নেতা কাঠেরিয়ার স্ত্রী ড. মৃদুলা কাঠেরিয়ার বড়ই প্রিয়। কালুর বিরহে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আরও এক কুকুর ভুরা। তাঁদের দাবি, প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে কেউ কুকুরটিকে চুরি করেছে। থানায় অভিযোগ জানান কাঠেরিয়া।
প্রসঙ্গত, ২০১৪-এ ৩১ জানুয়ারি রামপুর থেকে তাঁর ৭টি মোষ চুরির অভিযোগ জানান আজম খান। সেই মোষের খোঁজে সন্ধান শুরু করে ডগ স্কোয়াড, ক্রাইম ব্রাঞ্চ, পুলিশের দল। রাতভর খোঁজার পর উদ্ধার হয় মোষগুলি। ধরা পড়ে ৫ জন।
এবার কাঠেরিয়ার কুকুর খোঁজার গুরুদায়িত্ব পুলিশের।
আজমের মোষের পর এবার বিজেপি সাংসদের নিখোঁজ সারমেয় খুঁজে দিতে হবে অখিলেশের পুলিশকে
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2016 11:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -