নয়াদিল্লি: প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের মানুষের অধিকারের পক্ষে মুখ খোলার পর পাকিস্তানের দিকে দিকে স্বাধীনতার দাবি উঠেছে। গিলগিট, পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের পর এবার আজাদির দাবিতে পথে নেমেছেন সিন্ধু প্রদেশের মানুষ। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক 'সিন্ধুদেশ' চাইছেন তাঁরা। সিন্ধি ও বালুচ নেতারা সোমবার লন্ডনে চিনা দূতাবাসের বাইরে চায়না- পাকিস্তান ইকনমিক করিডোরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। সমাবেশ থেকে নরেন্দ্র মোদীর প্রশংসা করে স্লোগানও উঠেছে।





বালুচিস্তান নিয়ে মাথা না ঘামানোর জন্য পরোক্ষে ভারতকে সাবধান করেছে চিনা নেতৃত্ব। জবাবে সিন্ধি নেতারা চিনকে বলেছেন, তাঁদের স্বাধীনতা আন্দোলন থেকে দূরে থাকতে। চায়না- পাকিস্তান ইকনমিক করিডোর কোনওমতেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা। মিছিল থেকে স্লোগান উঠেছে, কদম বাড়াও মোদীজি, হাম তুমহারে সাথ হ্যায়। বিক্ষোভে সামিল হয় সিন্ধি বালুচ ফোরাম, ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস, বালুচ ন্যাশনাল মুভমেন্ট ও বালুচ রিপাবলিকান পার্টি সহ বেশ কয়েকটি সংগঠন।
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তান প্রসঙ্গ তোলার পর তাঁকে ধন্যবাদ জানিয়েছে বালুচ রিপাবলিকান পার্টি। জয় হিন্দ স্লোগান তুলে তারা বুঝিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে অশান্ত এই এলাকা পাকিস্তানের নিষ্পেষণ থেকে যে কোনওভাবে মুক্তি চায়।