আমদাবাদ: নির্বাচন কমিশন ‘পাপ্পু’-তে আপত্তি তোলার পর গুজরাতের আসন্ন বিধানসভা ভোটের আগে কংগ্রেসকে আক্রমণ করে নতুন বিজ্ঞাপন প্রকাশ করল বিজেপি। সেখানে নাম না করে রাহুল গাঁধীকে ‘যুবরাজ’ বলে উল্লেখ করা হয়েছে।


নির্বাচনের আগে, বিভিন্ন বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়ায় শ্লেষাত্মক বিজ্ঞাপনের মাধ্যমে একে অপরকে আক্রমণ করে চলেছে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেস। এই ধরনের বিজ্ঞাপনী প্রচার বেশ জনপ্রিয়তাও লাভ করেছে।


সম্প্রতি, এমনই একটি বিজ্ঞাপনে ‘পাপ্পু’ শব্দ ব্যবহার করে বিজেপি। বলা বাহুল্য, এইভাবে যে বিজেপি নাম না করে রাহুল গাঁধীকেই নিশানা করেছিল তা স্পষ্ট।


বিজ্ঞাপনের খসড়াটি নিয়মানুসারে গতমাসে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছিল কমিশনের কাছে। কিন্তু গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিকের আওতাধীন মিডিয়া কমিটি বিজ্ঞাপনের খসড়ায় উল্লিখিত ওই শব্দ সম্পর্কে আপত্তি তোলে।


কমিটি ‘পাপ্পু’ শব্দটিকে অবমাননাকর আখ্যা দিয়ে আপত্তি জানিয়ে তা সরিয়ে ফেলতে বা অন্য কোনও শব্দ ব্যবহার করতে বলে। এরপরই, বিজেপি ‘পাপ্পু’ শব্দ সরিয়ে তার জায়গায় ‘যুবরাজ’ শব্দ বসিয়ে নতুন করে অনুমোদনের জন্য জমা দিলে, তা মেনে নেয় কমিশন।