নয়াদিল্লি: অবশেষে আম আদমি পার্টির (আপ) উচ্চ ক্ষমতাসম্পন্ন রাজনীতি বিষয়ক কমিটি দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করল অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলা কপিল মিশ্রকে। কেজরীবালের পৌরহিত্যে কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৬ মে জল পরিষেবা মন্ত্রীর পদ থেকে কপিলকে সরানো হয়। তারপরই তিনি বোমা ফাটান। দাবি করেন, তিনি দেখেছেন, কেজরীবাল আরেক মন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছ থেকে নগদ ২ কোটি টাকা নিচ্ছেন, যা নিয়ে তোলপাড় হয় আপের অন্দরে।
এদিনও মুখ খুলেছিলেন কপিল। কেজরীবালের বিরুদ্ধে নতুন অভিযোগ করেন তিনি। সেটি হল, কেজরীবালের শ্যালকের জন্য ৫০ কোটি টাকার ডিলের বন্দোবস্ত করা হয়েছিল। ১০ ক কোটি টাকার ভুয়ো বিল তৈরি হয়েছিল এজন্য। কেজরীবালের বিরুদ্ধে জলের ট্যাঙ্কার ঘিরে কেলেঙ্কারির অভিযোগ সংক্রান্ত নথিপত্রও তিনি জমা দেন দুর্নীতি দমন শাখাকে, এছাড়া কেজরীবালের বিরুদ্ধে অভিযোগ পেশ করতে সময় চান সিবিআইয়ের কাছেও।
তবে সাসপেন্ড হওয়ার পরও অনড় কপিলের চ্যালেঞ্জ, সাহস থাকলে তাঁকে দল থেকে বের করে দিন না কেজরীবাল!
এদিকে সত্যেন্দ্র আজ কপিলের অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, তাঁর ও কেজরীবালের মধ্যে কোনও ডিলই হয়নি। মানসিক ভারসাম্য হারিয়ে মিথ্যা বলছেন কপিল। তিনি কপিলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারেন সত্যেন্দ্র।
তিনি আজ বলেন, গতকাল থেকে দেখছি, কী মিথ্যাই না বলতে পারেন কপিল! ওর মিথ্যাচারের সীমা নেই। যে ৫ তারিখের কথা বলছেন উনি, সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলামই না আমি। তাহলে কী করে ডিল হল? ভুলভাল, যা নয়, তাই বলছেন কপিল। আপের মর্যাদাহানি করতে চাইছেন উনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আপ থেকে সাসপেন্ড, সাহস থাকলে তাড়ান, কেজরীবালকে চ্যালেঞ্জ কপিলের
Web Desk, ABP Ananda
Updated at:
08 May 2017 09:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -