মুম্বই: বৃহন্মুম্বই পুরসভার আপত্তিতে মেরিন ড্রাইভ থেকে সরিয়ে ফেলা হল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে নিয়ে তৈরি একটি স্থাপত্য।   একটি সংস্থা ওই স্থাপত্য তৈরি করেছিল। কিন্তু স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠন ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট‘ হিসেবে চিহ্নিত মেরিন ড্রাইভে ওই স্থাপত্য রাখার বিরোধিতা করেন। এর পরিপ্রেক্ষিতে পুরসভা ওই সংস্থাকে নোটিস দেয়। তারপরেই সরিয়ে ফেলা হল শিল্পকর্মটি।   যে সংস্থা ওই স্থাপত্য তৈরি করেছে তাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমিত চট্টোপাধ্যায় বলেছেন, ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অনুকরণে ‘সুন্দর ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবেই ওই স্থাপত্য তৈরি করা হয়। মুম্বইয়ের জনস্থানগুলির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি বসানো হয়েছে। সেভাবেই সচিনের মূর্তিও বসানো হয়। কিন্তু পুরসভার আপত্তিতে ওই মূর্তি সরানো হয়েছে। অন্য কোনও জায়গায় এই মূর্তি বসানো হবে।