নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে মোতায়েন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবের পোস্ট করা ভিডিও ইতিমধ্যেই দেশজুড়ে শোরগোল ফেলেছে। ভিডিওতে তিনি শিবিরে নিম্নমানের খাবারদাওয়ার নিয়ে অভিযোগ তুলেছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বিএসএফ জওয়ানের একই ধরনের অভিযোগ প্রকাশ্যে এল। সীমান্তে নিযুক্ত জওয়ানদের দুঃখদুর্দশার কথা জানিয়ে ওই জওয়ান স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি লিখেছিলেন। সেই চিঠিই এখন তাদের হাতে এসেছে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।
৯ পাতার চিঠিতে ওই জওয়ান খাদ্য, পোশাক, মোতায়েন, কাজের সময় এবং হাতিয়ার নিয়ে নানান অভিযোগের কথা তুলে ধরেছেন বলে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে লেখা চিঠিতে ওই জওয়ান বলেছেন, খাতায় কলমে তাঁদের কাজের সময় ৮ ঘন্টা হলেও অনেক সময় তাঁদের টানা ২০ ঘন্টা ধরে কাজ করতে হয়। তাঁর আরও অভিযোগ, খাদ্যর জন্য যে অর্থ বরাদ্দ হয় তা খাদ্যর জন্য নয়, অন্যান্য কাজকর্মের জন্য ব্যয় করা হয়।
সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান চিঠিতে লিখেছেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কোনও নিয়মই মেনে চলা হয় না।
উল্লেখ্য, তেজ বাহাদুর নিম্নমানের খাদ্য সামগ্রীর অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী কম দামে বাজারে বিক্রি করে দেন বাহিনীর ঊর্ধতন আধিকারিকরা। তেজ বাহাদুরের ওই অভিযোগ নিয়ে তদন্ত চলছে।
২০ ঘন্টা ডিউটি, খাবারের টাকা অন্য খাতে, সরব আরও এক বিএসএফ জওয়ান, চিঠি রাজনাথকে
ABP Ananda, web desk
Updated at:
11 Jan 2017 12:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -