নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাশ হওয়ার পর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণেও আইন চালু করতে পারে বলে দাবি করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান জ্যোতি। জ্যোতি বলেছেন যে, জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু করার বিষয়টি প্রধানমন্ত্রীর ভাবনাচিন্তার মধ্যে রয়েছে বলে তাঁর বিশ্বাস। প্রধানমন্ত্রী নিজেই এ ধরনের আইন কার্যকর করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান জ্যোতি।
রবিবার এখানে চৈতন্য বিহারে স্বামী বামদেব জ্যোতির্মঠে এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই বিষয়টি তোলেন তিনি। জ্যোতি ছাড়াও সেখানে এসেছিলেন উন্নাওয়ের বিজেপি এমপি সাক্ষী মহারাজ। জ্যোতি আরও বলেছেন, একটা সময় ছিল যখন জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল অসম্ভব ব্যাপার ছিল। ওই ধারা বাতিলের মতো পদক্ষেপ করলে রক্তগঙ্গা বয়ে যাবে বলে আশঙ্কা করা হত। কাশ্মীরে জাতীয় পতাকা তোলার কেউ থাকবে না ভাবে হত। কিন্তু এই সরকার তো দেশের জন্য যে কোনও আইন নিয়ে আসতে পারে। এখন প্রত্য়েকে বিশ্বাস করে ৩৭০ ধারা যদি বাতিল করা যায়, তাহলে দেশের স্বার্থে, প্রয়োজনে যে কোনও আইন আনতে পারেন প্রধানমন্ত্রী মোদি।
সিএএ-র পর জনসংখ্যা নিয়ন্ত্রণেও এবার আইন মোদির, ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2020 01:50 PM (IST)
জ্যোতি আরও বলেছেন, এখন প্রত্য়েকে বিশ্বাস করে ৩৭০ ধারা যদি বাতিল করা যায়, তাহলে দেশের স্বার্থে, প্রয়োজনে যে কোনও আইন আনতে পারেন প্রধানমন্ত্রী মোদি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -