চণ্ডীগড় পিছু ধাওয়া: লজ্জাজনক, নিরপেক্ষ তদন্ত চাই, বললেন বীরেন্দ্র সহবাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2017 04:00 PM (IST)
নয়াদিল্লি: চণ্ডীগড়ে এক আইএএস অফিসারের ২৯ বছরের মেয়ে বর্ণিকা কুণ্ডুর গাড়ি পিছু ধাওয়া করার ঘটনায় নাম জড়িয়েছে হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালার। এই ঘটনা ঘিরে সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল। এরইমধ্যে প্রভাবশালী অভিযুক্তকে আড়াল করার অভিযোগও উঠেছে। এই অবস্থায় ওই ঘটনা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ। তাঁর ট্যুইট, ‘চণ্ডীগড় পিছু ধাওয়ার ঘটনা খুবই লজ্জাজনক এবং কোনও ধরনের প্রভাব ছাড়াই অবাধ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যেই হোক, সঠিক পথে চললে লাভ হবে’।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -