অমেঠি (উত্তরপ্রদেশ): কংগ্রেসের তীব্র সমালোচনা, ক্ষোভের মুখে অবশেষে চাপে পড়ে অমেঠি জেলা প্রশাসন রাহুল গাঁধীর সফরে সবুজ সঙ্কেত দিল। বুধবার থেকে তিনদিনের অমেঠি সফর কংগ্রেস সহ সভাপতির। গতকাল নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে সফর স্থগিত রাখতে বলে প্রশাসন। তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। আজ শেষ পর্যন্ত প্রশাসনের তরফে জানানো হয়, রাহুলের সফরের জন্য তারা তৈরি।

অমেঠির জেলাশাসক যোগেশ কুমার অবশ্য ৪ থেকে ৬ অক্টোবর রাহুলের নিজের সংসদীয় কেন্দ্রে প্রস্তাবিত সফরে তাঁরা 'কখনই না করেনি', শুধু তাঁর নিরাপত্তার খাতিরেই সফর পিছনোর আবেদন করেছিলেন বলে দাবি করেন।

সাংবাদিকদের তিনি বলেন, রাহুল ৪ থেকে ৬ অক্টোবর অমেঠি আসতে চেয়েছিলেন। আমরা না বলিনি, শুধু জেলা কংগ্রেস সভাপতিকে কনফিডেনশিয়াল চিঠি দিয়ে জানিয়েছিলাম, দূর্গা প্রতিমা বিসর্জন, মহরমের শোভাযাত্রা সামলাতে ব্যস্ত থাকতে হবে নিরাপত্তাকর্মীদের, তাই রাহুলের সফর ২৪ থেকে ৪৮ ঘন্টা পিছনো হোক। কিন্তু কংগ্রেস সাংসদ তাঁর পূর্বনির্ধারিত সূচিতেই অনড় থাকায় প্রশাসন সেই মতো প্রস্তুতি নিয়েছে।

তার আগে অবশ্য অমেঠি জেলা প্রশাসনকে একহাত নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান রাজ বব্বর বলেন, রাহুলকে সফরসূচি নতুন করে সাজাতে বলে বিজেপি সরকার প্রমাণ করল, তারা ভীত, ওদের আশঙ্কা ১০ অক্টোবর বিজেপি সভাপতি অমিত শাহ, ২ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও নিতিন গডকরীর অমেঠি সফর ঢাকা পড়ে যাবে রাহুল এলে।

জেলা কংগ্রেস সভাপতি যোগেন্দ্র মিশ্রের দাবি, নিজের কেন্দ্রের মানুষের কাছে আসবেন রাহুল। তাঁকে আটকানো যাবে না। ৪ অক্টোবর সূচি মেনেই সফর হবে তাঁর। প্রশাসনের দায়িত্ব তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা।