পানাজি: গোয়ায় বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডিসুজার মৃত্যু, দুই বিধায়ক সুভাষ শিরোদকর ও দয়ানন্দ সোপতের ইস্তফার পর রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা ৪০ থেকে কমে ৩৭ হয়েছে। এই প্রেক্ষাপটে মনোহর পর্রীকরের নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করে সরকার গড়ার দাবি জানাল কংগ্রেস। গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহাকে চিঠি দিয়ে বিরোধী নেতা চন্দ্রকান্ত কাভলেকর বিজেপি নেতৃত্বাধীন সরকারকে বরখাস্ত করে সরকার গঠনের দাবি পেশ করেছেন।
বিজেপিতে যোগ দিতে শিরোদকর ও সোপতে দল ছাড়ার পর বর্তমানে কংগ্রেসের শক্তি ১৬ থেকে কমে হয়েছে ১৪, বিজেপির বিধায়ক ১৩ জন। গোয়া ফরোয়ার্ড পার্টি, এমজিপি-র একজন করে বিধায়ক, এক নির্দল বিধায়ক, এনসিপি-র একমাত্র বিধায়ক বিজেপিকে সমর্থন করছেন।
কাভলেকর বলেছেন, বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডিসুজার দুঃখজনক মৃত্যুর পর বিনীত ভাবে জানাচ্ছি, ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন মনোহর পর্রীকরের সরকার, অনেক আগেই মানুষের আস্থা হারানোর পর এবার বিধানসভায়ও শক্তি হারিয়েছে। আমাদের অনুমান, বিজেপির শক্তি আরও কমতে চলেছে। অতএব সংখ্যালঘু হয়ে পড়া একটি দলকে আর এক মূহূর্তও ক্ষমতায় থাকতে দেওয়া ঠিক নয়। আপনার উচিত হবে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে খারিজ করে কংগ্রেসকে সরকার গড়তে ডাকা হবে, এটা সুনিশ্চিত করা। সভায় কংগ্রেস একক বৃহত্তম দল, বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের।
কাভলেকরের চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সবচেয়ে বড় দলকে সরকার গড়তে ডাকার সাংবিধানিক বিধি কোনও ভাবে লঙ্ঘন ও রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালুর যে কোনও প্রয়াসই হবে অগণতান্ত্রিক, বেআইনি, তাকে দরকারে চ্যালেঞ্জ করা হবে। অতএব আমরা রাজ্য সরকার গঠন, বিজেপি পরিচালিত সরকারকে বরখাস্ত করে আমাদের ডাকার দাবি পেশ করছি।
প্রসঙ্গত, সোপতে, শিরোদকর ও ডিসুজার আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল গোয়ায় লোকসভা ভোটের সঙ্গেই।