নয়াদিল্লি: স্মার্টফোনের দুনিয়ায় এবার চমক ChampOne C1-এর !  রিঙ্গিং বেলসের ৫০১ টাকায় ফ্রিডম ২৫১ শোরগোল ফেলে দিয়েছিল। এই পথ ধরেই সস্তার স্মার্টফোনের ঘোষণা করল একটি নতুন কোম্পানি। কোম্পানির নাম ChampOne Communications। কোম্পানির এটি প্রথম ফোন। ChampOne C1-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে মিলবে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারন্যাল মেমোরি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট champ1india.com-এ  স্মার্টফোনটি তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু এখানে উল্লেখ করা দরকার যে, ওই ফোনের প্রকৃত দাম ৮ হাজার টাকা। আগামী ২ সেপ্টেম্বরের ক্র্যাশ সেলের দিন সৌভাগ্যবান ক্রেতাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ৫০১ টাকায় এই ফোন দেওয়া হবে। এ জন্য আগ্রহী ক্রেতাকে কোম্পানির  কোম্পানির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ২২ আগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
এই  ফোনে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, 1.3GHz কোয়াড-কোর প্রোসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।  সংবাদমাধ্যমে সোমবার যে খবর জানা গেছে, তাতে বলা হয়েছে, বিক্রি বাড়ানোর জন্য শুরুতে ৫০১ টাকায় এই স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। দেশেজুড়ে চালু হয়ে গেলে  এর  দাম হবে ৮,০০০ টাকা।