অফারের ছড়াছড়ি, প্রিপেড ব্যবহারকারীদের জন্য এবার জিও-র উপহার হলিডে হাঙ্গামা
ABP Ananda, Web Desk | 01 Jun 2018 12:29 PM (IST)
নয়াদিল্লি: গরমের ছুটিতে প্রিপেড ব্যবহারকারীদের জন্য আসছে হলিডে হাঙ্গামা। আনছে রিলায়েন্স জিও। এর ফলে ৩৯৯ টাকার প্ল্যানে ১০০ টাকার ছাড় পাওয়া যাবে, অর্থাৎ ২৯৯ টাকায় মিলবে এই অফার। জিওপোস্টপেড চালু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এসে পড়েছে এই হলিডে হাঙ্গামা অফার। দেখে নিই কী কী রয়েছে এর মধ্যে . জিও-র সর্বাধিক বিক্রি হওয়া ৩৯৯ টাকার প্ল্যানে ১০০ টাকার সরাসরি ছাড়। অর্থাৎ এই অফারে তা মিলবে ২৯৯ টাকায়। অফার চলবে ১-১৫ তারিখ পর্যন্ত। . মাইজিও বা ফোনপে অ্যাপ- দুক্ষেত্রেই মিলবে এই সুবিধে। ১২৬জিবি ডেটা পাওয়া যাবে ৮৪ দিনের জন্য। . মাইজিও অ্যাপের মাধ্যমে ৫০ টাকার তাৎক্ষণিক ক্যাশব্যাক মিলবে, বাকি ৫০ টাকা ফেরত পাওয়া যাবে পেমেন্ট করার পর, মাইজিও-র ফোনপে ডিজিটাল ওয়ালেট অ্যাপের মাধ্যমে। দেখে নিন কীভাবে পাওয়া যাবে এই ১০০ টাকার ছাড় . প্রথমে মাইজিও অ্যাপে লগ ইন করুন, ক্লিক করুন রিচার্জ ট্যাব। . পেমেন্ট পেজে যেতে বাই বোতাম ক্লিক করুন। . পেমেন্ট অপশনে বেছে নিন ফোনপে ওয়ালেট। . নিজের ফোন নম্বর ও ওটিপি দিয়ে ফোনপে অ্যাকাউন্টে সাইন ইন করুন। . ওই ওয়ালেটের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে রিচার্জ করুন।