তোলাবাজি মামলায় গ্রেফতার ইকবালের ২ সঙ্গীও, দাউদও জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে, জানাল ঠানে পুলিশ
Web Desk, ABP Ananda | 19 Sep 2017 07:36 PM (IST)
ঠানে: ইকবাল কসকরের পর তোলাবাজি মামলায় তার দুই সঙ্গী মুমতাজ শেখ, ইসরার আলি জামিল সায়াদকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করল মুম্বই পুলিশ। গতকাল গ্রেফতার হয় মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত পলাতক ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল। ঠানের পুলিশ কমিশনার পরম বীর সিংহ জানান, ২০১৩ থেকে দাউদের নাম করে ভয় দেখিয়ে শহরের এক প্রথম সারির বিল্ডারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ও চারটি ফ্ল্যাট বাগিয়ে নেয় ইকবাল ও তার সাঙ্গপাঙ্গরা। এ ব্যাপারে ইকবালের ওই দুই সহযোগীকে আটক করা হয় আগেই। তোলাবাজি মামলায় ইকবালের পাশাপাশি মহম্মদ ইয়াসিন খোয়াজা নামেও একজনকে আটক করা হয়েছে, যে দাউদের বোন হাসিনা পারকারের ঘনিষ্ঠ আত্মীয়। এই লোকটি আবার ড্রাগের কারবারও করে। গতকাল রাতে এনকাউন্টার স্পেশালিস্ট তথা তোলবাজি দমন সেলের শীর্ষ পুলিশ ইনস্পেক্টর প্রদীপ শর্মার নেতৃত্বে একটি টিম হাসিনার মধ্য মুম্বইয়ের নাগপদার বাসভবন থেকে ইকবালকে হেফাজতে নেয়। গভীর রাত পর্যন্ত তাকে জেরা করে শেষে গ্রেফতার করে পুলিশ। তোলাবাজির মামলায় দাউদের কোনও ভূমিকা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে এবং তার হাত থাকার প্রমাণ মিললে তাকেও মামলায় অভিযুক্ত করা হবে বলে সাংবাদিক বৈঠকে জানান পুলিশ কমিশনার। তিনি জানান, ইকবাল ও তার দলবল দাউদের নাম করে ৩০ লক্ষ টাকা ও চারটি ফ্ল্যাট চায় ওই বিল্ডারের কাছে। তোলা তুলতে সে বিল্ডারের অফিস ও নির্মাণস্থলেও লোক পাঠায়। ৩০ লক্ষ টাকা ছাড়াও ৫ কোটি টাকা মূল্যের চারটি ফ্ল্যাট দেন বিল্ডার। তিনটি ইকবালরা বেচে দেয়, একটি সায়াদের নামে নথিভুক্ত হয়। কিন্তু তারপরও বিল্ডারকে হুমকি চলতেই থাকে। দিনকয়েক আগে তিনি তোলাবাজির অভিযোগ দায়ের করেন।