নয়াদিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিম লালুপ্রসাদ যাদবের সাড়ে তিন বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। এবার তাঁর ছেলে-মেয়েরাও বেনামি সম্পত্তি মামলায় ফাঁসতে চলেছেন। এই মামলায় দোষী প্রমাণিত হলে তাঁদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং বেনামি সম্পত্তির বর্তমান বাজারমূল্যের ২৫ শতাংশ জরিমানা হতে পারে।
আয়কর দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই লালুর ছেলে তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও লালুর দুই মেয়ে চন্দা ও রাগিনীর বিরুদ্ধে ডসিয়ের তৈরি করা হয়ে গিয়েছে। তাঁদের সম্পত্তি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে। সরকারি নির্দেশ পেলেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হবে।
আয়কর দফতরের অভিযোগ, ২০০৭ সালে লালু রেলমন্ত্রী থাকাকালীন এ বি এক্সপোর্টস সংস্থার নামে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে ৪০ কোটি টাকার সম্পত্তি কেনা হয়। সেই সম্পত্তি কেনার ক্ষেত্রে হিসেব বহির্ভূত অর্থ ব্যবহার করা হয়। এ বি এক্সপোর্টস নামে ওই ভূয়ো সংস্থার ডিরেক্টররা ২০১০-১১ সালে মাত্র চার লক্ষ টাকার বিনিময়ে তেজস্বীর নামে সব শেয়ার ও সংস্থার অধিকার হস্তান্তর করে দেন। তদন্ত শুরু করার পর সাক্ষীদের বয়ানও নিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এবার আদালতে মামলার শুনানি শুরু হতে চলেছে।
লালুর সাজার পর এবার বেনামি সম্পত্তি মামলায় ফাঁসতে চলেছেন তেজস্বীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 03:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -