নয়াদিল্লি: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র সভাপতি শরদ পওয়ার বৃহস্পতিবার কোনও এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে বলেন কেন্দ্রে বিজেপি বিরোধী জোট যদি হয়, তাহলে তার সবচেয়ে উপযুক্ত মুখ হলেন নীতীশ কুমার। এর আগে বিজেপি বিরোধী জোটের প্রধান মুখ হিসেবে বিহারের মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেছিলেন লালু প্রসাদ যাদবও। তিনি বলেন দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে নীতীশ কুমারই সবচেয়ে উপযুক্ত। কারণ সঙ্ঘ মুক্ত ভারত বানাতে গেলে নীতীশকে তিনি চোখ বন্ধ করে সমর্থন করবেন বলে জানিয়েছেন।
যদিও অতীতে বহুবার কংগ্রেস-এর সহ-সভাপতি রাহুল গাঁধী বিজেপি-বিরোধী জোটের প্রধান মুখ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন। কিন্তু এনসিপি সভাপতি মনে করেন, যদি কখনও কেন্দ্রে বিজেপি বিরোধী জোট সরকার আসে, তাহলে তার সবচেয়ে গ্রহণযোগ্য মুখ হচ্ছেন নীতীশ কুমার।
তাঁর এই মন্তব্যের স্বপক্ষে পওয়ার দাবি করেন, নীতীশ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসে তাঁর মতো কোনও নেতাও নেই। তবে রাহুল প্রসঙ্গে এইমুহূর্তে কোনও সিদ্ধান্তে আসতে নারাজ পওয়ার। তিনি মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেকটা পরিবর্তনও করেছেন রাহুল। মানুষের কাছাকাছি পৌঁছনোর সবরকমের চেষ্টাও তিনি করছেন। এখন রাহুলই হচ্ছেন একমাত্র নেতা যিনি সমস্ত রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মানুষের কাছাকাছি পৌঁছতে, তাদের সমস্যার কথা বোঝার জন্যে।
বিজেপি বিরোধী জোটের মুখ হোন নীতীশ কুমার, চান শরদ পওয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 05:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -