মদের পর এবার বিহারে নিষিদ্ধ গুটখা, পান মশলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2016 03:32 AM (IST)
পটনা: মাস খানেক আগেই বিহার সরকার সারা বিহার জুড়ে মদের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এবার আগামী একবছরের জন্যে গুটখা ও পান মশলার বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করলেন নীতীশ কুমার। আজ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই বছর এপ্রিলে বিহার সরকার নির্দেশিকা জারি করে, রাজ্যে কোনওরকমের মদ বিক্রি করা যাবে না। এমনকি দেশীয় মদের বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিহারে বর্তমানে কোনও বার বা রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ বিক্রি করা যায় না, করলেই জরিমানা আরোপ করা হয়।