নয়াদিল্লি: ক্রমশ সমস্যায় জর্জরিত হচ্ছে ‘পদ্মাবতী’। এক-এক করে বিভিন্ন রাজ্যে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবির মুক্তি ঘিরে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এবার সেই তালিকায় সংযোজিত হল গুজরাতও। ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নেতৃত্বাধীন প্রশাসন।
ধারাবাহিক বিবাদের গত রবিবার জেরে ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। এরপরই, মধ্যপ্রদেশে ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়ে দেন, তাঁর রাজ্যে ছবিটি মুক্তি পাবে না। এবার সেই তালিকায় সংযোজন হল গুজরাত। এদিন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যেও এই ছবি মুক্তি পাবে না।
এর পাশাপাশি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বাদলও জানান, তিনি আন্দোলনকারীদের সমর্থন করছেন। ছবি মুক্তি হলে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে অনুরোধ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা বিধায়ক দেবেন্দ্র রাণা।