তিরুপতি: মঙ্গলগ্রহের সফল অভিযানের পর বৃহস্পতি ও শুক্রগ্রহ জয়ের লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজিত বিজ্ঞান প্রযুক্তির ওপর একটি প্লেনারিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানালেন ইসরোর সহকারী অধিকর্তা এম নাগেশ্বর রাও।
তিনি বলেন, (মঙ্গলগ্রহের পর) এবার সৌরজগতের অন্যান্য গ্রহের ওপর গবেষণা চালাতে তৈরি হচ্ছে ইসরো। এবার আমাদের পরবর্তী লক্ষ্য বৃহস্পতি ও শুক্র।
তিনি যোগ করেন, এধরনের অভিযানে কী ধরনের স্যাটেলাইট এবং রকেট তৈরি করার প্রয়োজন সেই সংক্রান্ত সমীক্ষা চলছে। বাস্তবসম্মত পরিকল্পনায় পৌঁছতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।
তিনি জানান, শুক্রগ্রহের উদ্দেশে কোনও উপগ্রহকে নিক্ষেপ করার সময় প্রতি ১৯ মাস অন্তর আসে। কারণ, সেই সময় পৃথিবীর সঙ্গে তাঁর দূরত্ব সবথেকে কম হয়।
প্রসঙ্গত, সৌরজগতে সূর্য থেকে দুনম্বরে অবস্থান করছে শুক্র। পৃথিবী থেকে তার দূরত্ব প্রায় ১৬.২ কোটি মাইল। অন্যদিকে, পৃথিবী থেকে মঙ্গল ও শনির মধ্যে অবস্থিত বৃহস্পতির দূরত্ব আনুমানিক ৬১ কোটি মাইল।
তিনি আরও জানান, মঙ্গলগ্রহে মার্স অর্বিটার মিশনের (এমওএম) একটি ফলো-আপ মিশনের পরিকল্পনাও চলছে ইসরোয়। দ্বিতীয় অভিযানে মঙ্গলের আরও ৭০ হাজার কিলোমিটার কাছে যাওয়ার চেষ্টা করা হবে।
পাশাপাশি, ‘চন্দ্রযান ২’-এর কাজও পুরোদমে চলছে বলেও জানান নাগেশ্বর। ওই প্রোজেক্টে চাঁদের মাটিতে একটি ল্যান্ডার ও রোভার পাঠানোরও পরিকল্পনা করছে ভারত। আগামী বছর সম্ভবত উৎক্ষেপণ হবে ‘চন্দ্রযান ২’।