চেন্নাই: এবার নিজেকে প্রয়াত জয়ললিতার ছেলে বলে ঘোষণা করে নেত্রীর পোয়েজ গার্ডেনের সম্পত্তির ভাগ চেয়ে বসলেন তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা জনৈক কৃষ্ণমূর্তি। 'আম্মা'র মৃত্যুর কয়েকদিনের মধ্যে এক মহিলা আচমকা মিডিয়ার সামনে এসে দাবি করেছিলেন, তিনি জয়ললিতা ও এমজিআরের কন্যা। পরে সেই দাবি ভুয়ো প্রমাণিত হয়। রহস্যজনক মহিলাকে নিয়ে চাঞ্চল্য থিতিয়ে যেতেই এবার ইরোডের লোকটি সরাসরি দ্বারস্থ হয়েছেন তামিলনাড়ুর মুখ্য সচিবের।


একটি প্রথম সারির ম্যাগাজিনের রিপোর্ট, কৃষ্ণমূর্তি নাকি বলেছেন, ২০১৬-র ১৪ সেপ্টেম্বর আমি জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাড়ি গিয়ে চারদিন তাঁর সঙ্গে ছিলাম। আমার মা প্রকাশ্যে আমায় নিজের সন্তান বলে ঘোষণা করবেন বলে ভাবছিলেনও। আর সেটা জানতে পেরেই আপত্তি তোলেন শশীকলা। মায়ের সঙ্গে শশীকলার ঝগড়া হয় এ নিয়ে।
কৃষ্ণমূর্তি জানিয়েছেন, তিনি এখন প্রাণভয়ে ভুগছেন। তবে যেহেতু তিনি চান, সবাই সত্যিটা জানুক, সেজন্যই মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
কৃষ্ণমূর্তির দাবি, জয়ললিতার বন্ধু বনিতামনির বাড়িতে, তাঁকে যে দম্পতি দত্তক নিয়েছে, বর্তমানে তাদের সঙ্গেই থাকছেন।
জয়ললিতার পোয়েজ গার্ডেনের সম্পত্তিতে তাঁর আইনি অধিকার আছে বলেও দাবি কৃষ্ণমূর্তির। ২৪ হাজার বর্গফুট এলাকা নিয়ে প্রয়াত এআইএডিএমকে সভানেত্রীর পোয়েজ গার্ডেনের সেই বাড়ির নাম ভেদা নিলয়ম। জয়ললিতা বিলাসবহুল, প্রাসাদোপম সেই বাড়ির নামকরণ করেছিলেন নিজের প্রয়াত মায়ের নামে।