নয়াদিল্লি: বিহারে আরজেডি, জেডিইউ ও কংগ্রেসের ‘মহাগঠবন্ধন’ ভেঙে দিয়েছেন নীতীশ কুমার। তিনি ফের বিজেপি-র সঙ্গে জোট গড়ে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেছেন। তবে কংগ্রেসের সঙ্গে আরজেডি-র জোট থাকবে বলে আশাবাদী বিহারের সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি রাহুল গাঁধীকে বিজেপি-র বিরুদ্ধে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী বলেছেন, ‘রাহুল গাঁধী অত্যন্ত দায়িত্ববান। তাঁকে এই (বিজেপি-বিরোধী জোট) চ্যালেঞ্জ নিতে হবে। তাঁর সঙ্গে যখন দিল্লিতে দেখা হয়েছিল, তখন আমি এ বিষয়ে কথা বলেছিলাম। তিনি সমর্থন আদায় করার চেষ্টা করছেন। তিনি এটা করতে পারেন। তাঁর সেই ক্ষমতা আছে। তবে তাঁকে উদ্যোগ নেওয়ার কথা ভাবতে হবে।’

নীতীশকে আক্রমণ করে লালুপ্রসাদ যাদবের পুত্র বলেছেন, ‘নীতীশ কুমার যদি এখন ভোটে দাঁড়ান, তিনি হেরে যাবেন। আমার মনে হয়, বিহারের যুবসমাজ তাঁকে আর পছন্দ করে না। শহরাঞ্চলে যারা নীতীশজির হয়ে কথা বলছিল, তারা বিজেপি-কে ভোট দেয়। গ্রামাঞ্চলে কেউই নীতীশজিকে সমর্থন করেন না। তিনি অনেক কথা বলেন, কিন্তু কোনও কাজ করেন না। তিনি গডসেকে সমর্থন করেন না গাঁধীকে, এ বিষয়ে নীতি স্পষ্ট করতে হবে।’

বিহারে জোট ভাঙার পরে নীতীশ বলেছিলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে তেজস্বী বা লালু কোনও ব্যাখ্যা দেননি। সেই কারণেই তিনি জোট ভাঙতে বাধ্য হয়েছেন। তবে নীতীশের এই অভিযোগ অস্বীকার করেছেন তেজস্বী। তাঁর পাল্টা দাবি, বৈঠকে তাঁকে পদত্যাগ করতে বলা তো দূর, কোনও নির্দিষ্ট ব্যাখ্যাও চাননি নীতীশ। তিনি পরিকল্পনা করেই বিজেপি-র সঙ্গে জোট গড়ে বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।