নয়াদিল্লি: পরমাণু শক্তিধর পাকিস্তান ৫ মিনিটের মধ্যে নয়াদিল্লিতে আঘাত হানতে পারে বলে সে দেশের পরমাণু বিজ্ঞানী ডঃ আবদুল কাদির খান হুমকি দেওয়ায় পাল্টা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তা খারিজ করে দেওয়ার পর ভিন্ন সুর শোনা গেল এ দেশে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বসিতের গলায়। তিনি বলেছেন, ভারত, পাকিস্তানের মধ্যে যুদ্ধ সমাধান হতে পারে না। শুধু মূর্খরাই যুদ্ধের পথে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করে।
পঠানকোট হামলা, ভারত-পাক আলোচনার প্রসঙ্গও ওঠে তাঁর কথায়। বসিত বলেন, ওই ঘটনার পর পাঁচটি মাস কেটে গিয়েছে। কিন্তু ভারত-পাক আলোচনা প্রক্রিয়া ফের শুরু করা যায়নি। আমরা পঠানকোট নিয়ে সহযোগিতা বহাল রেখেছি। আশা করি, আমরা ওই ঘটনার মূলে পৌঁছতে পারব। আলোচনা প্রক্রিয়া ফের আরম্ভ হবে, এটাই চাই। কেননা আমাদের যাবতীয় বিরোধ মিটতে পারে আলোচনার পথেই।
ঘটনাচক্রে, আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকা পাকিস্তান সফরের পর পঠানকোট হামলার কারণেই কোনও আলোচনা হয়নি দু দেশের।