নয়াদিল্লি: নরেন্দ্র মোদির ছবি দেওয়া রেলের টিকিট তুলে নেওয়া হয়েছিল আগেই। এবার এয়ার ইন্ডিয়াও জানিয়ে দিল, নরেন্দ্র মোদি ও বিজয় রূপানির ছবি দেওয়া বোর্ডিং পাস তারা তুলে নেবে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ধনঞ্জয় কুমার জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী ও গুজরাতের মুখ্যমন্ত্রীর ছবিওয়ালা সমস্ত বোর্ডিং পাসই অবিলম্বে তুলে নেওয়া হবে ।
রেলের টিকিটে নরেন্দ্র মোদির ছবি থাকা নিয়ে ২০ মার্চ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই সূত্রেই তড়িঘড়ি প্রধানমন্ত্রীর ছবিওয়ালা টিকিট তুলে নিয়েছিল ভারতীয় রেল। এবার পঞ্জাবের প্রাক্তন পুলিশ ডিরেক্টর জেনারেল শশীকান্তের ট্যুইটের পর নরেন্দ্র মোদি ও বিজয় রূপানির ছবিওয়ালা বোর্ডিং পাস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়াও। রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থার কোড অব কনডাক্ট মোতাবেক দুই বিজেপি নেতার ছবিওয়ালা সমস্ত বোর্ডিং পাস তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন ধনঞ্জয় কুমার।
প্রসঙ্গত, সোমবার পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল শশীকান্ত এয়ার ইন্ডিয়ার একটি বোর্ডিং পাসের ছবি ট্যুইট করেন। এবং তিনি লেখেন, “আমার বোর্ডিং পাসে, নরেন্দ্র মোদি, ‘ভাইব্রেন্ট গুজরাত’ এবং বিজয় রূপানির ছবি জ্বলজ্বল করছে। আমরা কেন নির্বাচন কমিশনে টাকা খরচ করছি, যে কিনা দেখতে পায় না, শুনতে পায় না, বলতেও পারে না...।” এই ট্যুইটের পরই সোশ্যাল মিডিয়া গোটা বিষয়টি নিয়ে সরগরম হয়। আর তারপরই বোর্ডিং পাসে মোদি, রূপানি ও ভাইব্রেন্ট গুজরাতের বিজ্ঞাপন সরাতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ। তবে এয়ার ইন্ডিয়ার তরফে সাফাই দেওয়া হয়, “ভাইব্রেন্ট গুজরাতের সময় এই ছবি ছাপা হয় এবং এটি একটি থার্ড পার্টি বিজ্ঞাপন। যার সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোনও যোগাযোগ নেই। শুধু গুজরাতের জন্য নয় সারা দেশের জন্যই ছিল এই বোর্ডিং পাসগুলো।”