এর আগে ফের রবিবার রাতে জম্মুর রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। হামলায় নিহত হয় বিএসএফ জওয়ানের হেড কন্সটেবল রাই সিংহ। আহত হয় আরও তিন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার রাতে জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরা। পাক সেনার গুলিতে জখম হন বিএসএফের হেড কনস্টেবল রাই সিংহ। পরে তাঁর মৃত্যু হয়। শনিবার রাজৌরির সুন্দরবানি ও নৌসেরা সেক্টরে পাক সেনার মর্টার ও গুলিবর্ষণে আহত হয় এক বিএসএফ জওয়ান ও এক মহিলা।
৪০ বছরের রাই সিংহ, হরিয়ানার ঝাঝার জেলার বাসিন্দা। তাঁর পরিবারে রয়েছে তাঁর স্ত্রী, তিন সন্তান এবং বিধবা মা।