গোরক্ষপুর: কংগ্রেসের ‘ক’, সমাজবাদী পার্টির ‘সা’ এবং বহুজন সমাজ পার্টির ‘ব’ এই তিন মিলে কসাব। উত্তরপ্রদেশের মানুষ এবারের বিধানসভা নির্বাচনে এই কসাবের হাত থেকে মুক্তি পান। ঠিক এই ভাষাতেই আজ বিরোধীদের আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে প্রধান তিন বিরোধী দলকে একযোগে ‘স্ক্যাম’ বলে বিঁধেছিলেন। এবার বিজেপি সভাপতি ‘কসাব’ তকমা দিয়ে বিরোধীদের আক্রমণ করলেন। তাঁর দাবি, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসবের মতোই এই ‘কসাব’-কেও খতম করা না পর্যন্ত উত্তরপ্রদেশের উন্নতি হবে না।
কংগ্রেস, সপা, বসপাকে-কে একযোগে ‘কসাব’ তকমা দিলেন অমিত শাহ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2017 07:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -