নয়াদিল্লি/বেজিং: রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের পান্ডা মাসুদ আজহারের নাম অন্তর্ভূক্ত করার প্রয়াসে গতকালই ফের জল ঢেলেছে চিন। এই ঘটনা নিয়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এরইমধ্যে আজ চিন বলেছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি আরও এগিয়ে নিয়ে যেতে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে তারা আগ্রহী।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মাসুদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণার উদ্যোগ নিয়েছে ভারত, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।এর আগে গত তিনবার চিন এই প্রয়াস ভেস্তে দিয়েছে। গতকালও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতাকে কাজে লাগিয়ে ফের বাগড়া দিয়েছে চিন। চিনের অজুহাত, নিষেধাজ্ঞা কমিটির সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে ঐকমত্য হয়নি। চিনের এই কাজে উষ্মা গোপন রাখেনি ভারত। সঙ্কীর্ণ স্বার্থে ‘সন্ত্রাসবাদকে সহায়তা করা’ অদূরদর্শী পদক্ষেপ এবং এর বিপরীত ফল ভুগতে হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করে ভারত।
এরইমধ্যে ভারতের ক্ষোভ প্রশমন করতে চিনের সহকারি বিদেশমন্ত্রী চেন জিয়াওডঙ আজ বলেছেন, ‘ভারত হল চিনের এক গুরুত্বপূর্ণ প্রতিবেশী।’ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে অত্যন্ত দেয় চিন। তাঁর কথায়, ‘প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে নতুন যুগের চিনের যে নিজস্ব নীতি রয়েছে’, সেই নীতি অনুসরণ করেই নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দিতে চায় বেজিং। জিয়াওডঙ আরও বলেছেন, চিনা কমিউনিস্ট পার্টির সদ্যসমাপ্ত কংগ্রেসে প্রেসিডেন্ট শি চিনফিং-এর নিজস্ব ভাবনা তথা নীতি ঠাঁই পেয়েছে পার্টির সংবিধানে। ভারতের সঙ্গে উন্নততর দ্বিপাক্ষিক সম্পর্কের পথেও সেই ‘চিন্তাভাবনা’কে অনুসরণ করেই এগোতে চায় চিন। তিনি বলেছেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কে ধারাবাহিক উন্নতির জন্য ভারতের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।’
মাসুদের ওপর নিষেধাজ্ঞায় ফের বাগড়া দেওয়ার পরদিন চিন বলল, ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2017 05:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -