নয়াদিল্লি: লালুপ্রসাদ যাদবের নিরাপত্তায় কেন্দ্রের কাটছাঁটের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিলেন তেজপ্রতাপ যাদব। মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠল লালু-পুত্রের বিরুদ্ধে। কেন্দ্র রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সভাপতিকে জেড প্লাস ভিআইপি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে তিনি এবার থেকে এনএসজি-র ব্ল্যাক কমান্ডো সুরক্ষা আর পাবেন না। সূত্রের খবর, ভিআইপি নিরাপত্তা পাওয়া লোকজনের বিপদ, ঝুঁকির মাত্রা খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এটা জানার পরই তেজপ্রতাপের হুমকি, :লালুকে মেরে ফেলার চক্রান্ত এটা। নিরাপত্তা ছাঁটাইয়ের জেরে ওনার কিছু হয়ে গেলে জবাব দেব, নরেন্দ্র মোদীজীর চামড়া ছাড়িয়ে নেব।
দিন কয়েক আগে তেজপ্রতাপকে বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদীকেও ক্যামেরার সামনে মারধর করার হুমকি দিতে দেখা গিয়েছে। তেজপ্রতাপ বলেন, আমাদের পরিবারের সঙ্গে উনি যা করেছেন, সেজন্য ছাড়ব না ওঁকে।
লালুর বড় ছেলেই একা নন, সম্প্রতি লালুর স্ত্রী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও মোদীকে হুমকি দিয়ে বলেন, বিহারে অনেকেই তৈরি হয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর হাত, গলা কাটবে তারা।