বেঙ্গালুরু: ২৬/১১-র মুম্বই হামলায় একমাত্র জীবিত ধৃত জঙ্গি আজমল কসাবকে টেনে এনে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে আক্রমণ রাজ্যের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্কিল বা দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। কসাবকে দোষী সাব্যস্ত করে কয়েক বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে পুনের ইয়েরওয়াড়া জেলে। হেগড়ে এদিন টিপু সুলতানের জন্মবার্ষিকী পালনের ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, উনি টিপু জয়ন্তী পালন করেছেন, এবার সেদিন খুব বেশি দূরে নয়, যখন সিদ্দারামাইয়া কসাব জয়ন্তী পালন করতে বলবেন আপনাদের।
হেগড়ে ও তাঁর দল বিজেপি কর্নাটক সরকারের উদ্যোগে মহীশূরের শাসক টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের প্রবল বিরোধী বরাবর। তাদের দাবি, যে টিপুকে বৃটিশ-বিরোধী বলে সম্মান করা হয়, তিনি ছিলেন কট্টর হিন্দু-বিদ্বেষী, অত্যাচারী, ধর্ষণকারী। হেগড়ে আগেই চিঠি দিয়ে কর্নাটক সরকারকে বলেছিলেন, তাঁকে যেন টিপু জয়ন্তীর অনুষ্ঠানে ডাকা না হয়।
কয়েক মাস বাদেই বিধানসভা ভোট কর্নাটকে। তার আগে এদিন কসাব প্রসঙ্গ তুলে সিদ্দারামাইয়াকে কটাক্ষ করায় তিনি বিতর্কে জড়াতে চলেছেন।
বেলগাভিতে এক জনসভায় তিনি অভিযোগ করেন, কিট্টুর চিন্নাম্মা ফেস্টিভেলের বিরাট ঐতিহাসিক, সাংস্কৃতিক গুরুত্ব থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে ১০ নভেম্বর টিপুর জন্মবার্ষিকী পালনে মেতে উঠেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কর্নাটক বেআইনি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেও কংগ্রেস সরকারকে এজন্য কাঠগড়ায় তোলেন তিনি। হেগড়ে বলেন, বেঙ্গালুরুতেই ৯ লক্ষ বাংলাদেশি আছে। অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছে বেলগাম, বিজাপুর, হুবলি, ধরোয়ার, কিট্টুরেও। পায়ের তলায় তাকালে হয়তো দেখবেন, বোমা রাখা আছে।