জয়পুর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুরেই বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিনে ছুটির প্রথার বিরোধিতা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহও। তিনি বলেছেন, ছুটি না দিয়ে ওই দিনগুলিতে বিশিষ্টদের সম্পর্কে পড়ুয়াদের শিক্ষা দেওয়া উচিত।
রাজস্থানের একটি গ্রামে গতকাল বি আর অম্বেডকরের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যান বলেছেন, বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিনে ছুটি দেওয়ার পরিবর্তে স্কুল ও কলেজে সেমিনারের আয়োজন করা উচিত। এই সেমিনারের মাধ্যমে ওই ব্যক্তিদের জীবন সম্পর্কে পড়ুয়াদের অবগত করা উচিত।
রাজ্যপাল আরও বলেন, সামাজিক ঐক্য গড়ে না উঠলে এবং বৈষম্যের অবসান না হলে কোনও সমাজই অগ্রসর হতে পারে না।
উল্লেখ্য, গতকাল যোগী আদিত্যনাথ ভারতের সংবিধান প্রণেতা অম্বেডকরের জন্মদিন পালনের অনুষ্ঠানে একই কথা বলেছিলেন।
এবার যোগীর সুরেই বিশিষ্টদের জন্মদিনে ছুটির বিরোধিতা করলেন কল্যাণ সিংহও
ABP Ananda, web desk
Updated at:
15 Apr 2017 01:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -