ভোপাল: উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া সরকারি বাংলোর মেয়াদ বৃদ্ধি স্থগিত করে দিল মধ্যপ্রদেশ সরকার। এই তালিকায় রয়েছেন—কৈলাশ যোশী, দ্বিগ্বিজয় সিংহ, উমা ভারতী ও বাবুলাল গৌরকে।
সম্প্রতি, এই চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি বাংলো একমাসের মধ্যে খালি করতে নির্দেশ দেয় জব্বলপুর উচ্চ আদালত। হাইকোর্ট জানিয়ে দেয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আজীবন সরকারি বাংলোয় থাকতে দেওয়ার যে নিয়ম রয়েছে, তা অসাংবিধানিক।
যার পরই, নির্দেশিকার মাধ্যমে প্রাক্তনীদের সরকারি বাংলোয় থাকার মেয়াদ বৃদ্ধি রদ করে দেয়। ইতিমধ্যেই, বাংলো খালি করে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন উমা ও দ্বিগ্বিজয়।
প্রসঙ্গত, চলতি বছরই, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আজীবন সরকারি বাংলো প্রদান করার নিয়মের ওপর প্রশ্ন ওঠে।
গতবছর এপ্রিল মাসে, রাজস্থান বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আজীবন সরকারি বাংলো প্রদান করার প্রস্তাবে সিলমোহর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে মামলা দায়ের হয়।