২০২২ সালের মধ্যে দেশকে পুরোপুরি বদলে ফেলার শপথ প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2017 11:06 AM (IST)
নয়াদিল্লি: আগামী ৫ বছর যদি দেশের এরকমই পরিস্থিতি থাকে, তাহলে ২০২২-এর মধ্যে ভারতের চেহারা বদলে যাবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে বিপুল জয়ের পর বিজেপি সদর দফতরে দলীয় কার্যকর্তাদের সম্বোধন করে তিনি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যেভাবে জনতা তাঁদের ভোট দিয়েছেন, তা রাজনীতির পণ্ডিতদের হতবাক করে দিয়েছে। এই ফলের কারণ নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন তাঁরা। তারপর আগামী ৫ বছরের এজেন্ডা পেশ করে তিনি বলেছেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে ২০২২-এ। আগামী ৫ বছর যদি দেশের এই পরিস্থিতিই থাকে, তাহলে আমরা আর পিছিয়ে থাকব না। তৈরি হবে নতুন ভারত। প্রধানমন্ত্রী বলেছেন, ভোটের ফলে পরিষ্কার, এই নতুন ভারতের ৬৫ শতাংশ মহিলা ও যুব সম্প্রদায়। এই ভারত কিছু পেতে নয়, কিছু করতে ইচ্ছে রাখে। মধ্যবিত্ত শ্রেণির ওপর যেভাবে কর ও আর্থিক বোঝা বেড়ে চলেছে, তার উল্লেখ করে তিনি বলেন, এই বোঝা কমানো জরুরি। একবার দেশের গরিব মানুষ নিজের দায় নিজেরা নেওয়ার জায়গায় আসুন, মধ্যবিত্তের বোঝা নিজে থেকেই কমে যাবে। এই সময় বিজেপির পক্ষে স্বর্ণযুগ বলে চিহ্নিত করে মোদী বলেছেন, আজকের দিন অকারণে আসেনি। চার প্রজন্মের মেহনতের ফলে আজকের দিন দেখছি আমরা, উত্তরাধিকার সূত্রে হাতে পাইনি।