নয়াদিল্লি: বিরাট কোহলি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে আউট হওয়ার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে গেলেন ৬৫ বছরের ব্যক্তি। বাবুলাল বাইরওয়া নামে ওই প্রাক্তন সেনাকর্মী বিরাটের ব্যর্থতা সহ্য করতে না পেরেই চরম কাণ্ড ঘটান বলে দাবি তাঁর পরিবারের।
মধ্যপ্রদেশের রতলমে ডিজেল শেডে কাজ করতেন বাবুলাল। তাঁর আত্মীয়রা জানিয়েছেন, ঘরে একাই ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ দেখছিলেন তিনি। মর্নি মরকেলের বলে উইকেটের পিছনে বিরাট ধরা পড়ার পর ছটফট করতে থাকেন বাবুলাল। আচমকা উঠে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগান। ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মুখ, মাথা, হাত পুড়ে গিয়েছিল।
পুলিশকে বাবুলালও পরিবারের সদস্যদের মতোই বিরাট আউট হওয়ার পর গায়ে আগুন দেন বলে জানান। যদিও এর পিছনে আর কোনও কারণ থাকতে পারে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
বিরাট আউট, গায়ে আগুন দিয়ে আত্মহত্য়ার চেষ্টা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jan 2018 05:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -