কলকাতা ও শ্রীনগর: বড়দিনের পরেই বাড়ল কলকাতার তাপমাত্রা। কিন্তু বরফের চাদরে গা মুড়ে কাঁপছে কাশ্মীর। পূর্বাভাস, কার্গিল-দ্রাসে তাপমাত্রা নামতে পারে মাইনাস তিরিশে।
বারুদ আর গোলাগুলির মাঝেই বরফ-সাজে সেজে উঠেছে কাশ্মীর। তাপমাত্রা হিমাঙ্কের নীচে। মাইনাস সাত। বরফের এই রূপ মুগ্ধ করলেও বিপর্যস্ত জনজীবন।
ভূস্বর্গে যখন ঘন বরফের স্তর, তখন ঘন কুয়াশায় ঢাকা উত্তর ভারত। এখানেও বিপর্যস্ত জনজীবন, বিঘ্নিত রেল চলাচল। পূর্ব রেল সূত্রে খবর, দেরিতে চলাচল করছে অসংখ্য ডাউন ট্রেন। তার মধ্যে রয়েছে
অমৃতসর মেল, জোধপুর এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কালকা মেল, ডাউন রাজধানী এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস এবং মুম্বই মেল ভায়া ইলাহাবাদ।
উত্তর ভারত থেকে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। ফলে নামছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,
আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে, শ্রীনিকেতনে পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে। বাঁকুড়া ও আসানসোলে ১২.৫ ডিগ্রি, জলপাইগুড়িতে ১২.৯ এবং বর্ধমানের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা একই রকম থাকবে। তবে, কার্গিল-দ্রাসে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস তিরিশে।
বড়দিনের পর বাড়ল রাজ্যের তাপমাত্রা, অথচ ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর, কার্গিলে পারদ নামবে মাইনাস ৩০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Dec 2017 06:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -