কোয়েম্বাটুর: যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাছাইয়ে তাদের কোনও হাত নেই, জানিয়ে দিল আরএসএস। হিন্দুত্বের পোস্টার বয়, এহেন ভাবমূর্তির অধিকারী, স্বয়মসেবক আদিত্যনাথকে হিন্দি বলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে সম্ভাব্যদের টপকে মুখ্যমন্ত্রী বাছা হল সঙ্ঘ পরিবারের সিদ্ধান্তেই, এমন খবর নিয়ে জল্পনা রয়েছে মিডিয়ায়।
কিন্তু আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক ভাগাইয়া-র দাবি, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী বাছাইয়ে তাঁদের কোনও ভূমিকাই থাকে না। সঙ্ঘ এ ব্যাপারে চাপসৃষ্টিও করে না। এটা পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত।
তাঁকে বলা হয়, উত্তরাখণ্ডে যে বিজেপি আরএসএস প্রচারক ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতকে মুখ্যমন্ত্রী করেছে, ভাগাইয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো আরএসএসের লোক।
আদিত্যনাথ বাছাই তাঁদের সিদ্ধান্তে, অস্বীকার আরএসএস যুগ্ম সাধারণ সম্পাদকের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2017 01:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -