নয়াদিল্লি: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ফের বাড়ল মহার্ঘ ভাতা। মূল বেতনের ওপর ২ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করল কেন্দ্র। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে সিদ্ধান্ত হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের এর ফলে উপকৃত হবেন অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। পাশাপাশি, উপকৃত হবে ৫৮ লক্ষ পেনশনভোগীও। ২০১৬-র ১ জুলাই থেকে এই মহার্ঘভাতা কার্যকর হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, গত ২৩ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৬ শতাংশ বাড়ানো হয়। মোট মহার্ঘ ভাতা বেড়ে হয় ১২৫ শতাংশ। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওযার পর তা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবার সংশোধিত বেতন ও পেনশনে ২ শতাংশ ডিএ বাড়ানো হল।
বর্ধিত মহার্ঘ ভাতার ফলে কেন্দ্রের কোষাগারে বছরে ৫,৬২২.১০ কোটি টাকার বোঝা চাপল। তবে চলতি আর্থিক বর্ষের আটমাসে এজন্য সরকারের ব্যয় হবে ৩,৭৪৮.০৬ কোটি টাকা।
দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে সুখবর, ফের বাড়ল মহার্ঘভাতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2016 01:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -