কলকাতা ও নয়াদিল্লি:  উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে মঙ্গলবারের পর আজও নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লিতে ৩০টি ট্রেন দেরিতে চলছে। বাতিল করা হয়েছে ১৮টি ট্রেন। ৬টি ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে।


অন্যদিকে পূর্ব রেল সূত্রে খবর, হাওড়াগামী ডাউন অমৃতসর মেল ও দুন এক্সপ্রেস ১০ ঘণ্টা, হিমগিরি এক্সপ্রেস সাড়ে ৮ ঘণ্টা, জোধপুর এক্সপ্রেস সাড়ে ৭ ঘণ্টা এবং কুম্ভ এক্সপ্রেস সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলছে। সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে কালকা মেল এবং বিভূতি এক্সপ্রেস। হাওড়াগামী রাজধানী এক্সপ্রেস দেরিতে চলছে আড়াই ঘণ্টা। পাশাপাশি, শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং আজমেঢ় এক্সপ্রেস সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে।