নয়াদিল্লি: পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারে বিধি বদলের পথে সরকার। আজ সন্ধেয় আনুষ্ঠানিক ঘোষণা। খবর সূত্রের।
পুরনো ৫০০ টাকার নোটে ছাড়ের সময়সীমা কমিয়ে করা হচ্ছে ২ ডিসেম্বর। পেট্রোল পাম্প-বিমান টিকিটের ক্ষেত্রে পুরনো ৫০০ টাকার নোটে কেনাকাটায় ছাড় ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। সেই সময়সীমা কমিয়ে করা হচ্ছে ২ ডিসেম্বর। কেন্দ্রীয় সরকারের দাবি, কালো টাকার কারবারিরা জ্বালানি ও বিমান টিকিট কেনার মাধ্যমে সুযোগ নিচ্ছে। সে কারণেই বিধি বদলের ভাবনা। যদিও বারবার বিধি বদলে সংশয় বাড়ছে বলে অভিযোগ বিরোধীদের।
সরকারের নয়া নির্দশিকা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর থেকে পুরনো পাঁচশো টাকার নোট পেট্রোল পাম্প বা বিমানের টিকিট কিনতে ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রথমে ৭২ ঘন্টা পেট্রোল পাম্প বা বিমানের টিকিট কেনাকাটায় ৫০০ ও ১০০০ নোট ব্যবহারের অনুমতি দেয় কেন্দ্র। তারপর পরিস্থিতি বিচার করে আরও দুবার পুরনো নোট ব্যবহারের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। এরপর যখন গত ২৪ নভেম্বর পুরনো নোট ব্যবহারের সময়সীমা শেষ হয়ে যায়, তখনই নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্র। সেই নয়া নিয়মে বলা হয়, তখন থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জরুরি পরিষেবায় ব্যবহার করা যাবে পুরনো পাঁচশোর নোট। জরুরি পরিষেবার মধ্যে রয়েছে জল এবং বিদ্যুতের বিল, স্কুলের মাইনে, প্রি-পেইড মোবাইলের টপ আপ, পেট্রোল পাম্প থেকে জ্বালানি কেনা এবং বিমানের টিকিট কাটা। কিন্তু সেই নিয়মেরই পরিবর্তন করল কেন্দ্র। পুরনো পাঁচশো টাকার নোট শুধুমাত্র আগামীকাল পর্যন্তই পেট্রোল পাম্প ও বিমানের টিকিট কাটতে ব্যবহার করা যাবে। এমনকি ২ ডিসেম্বরের পর পুরনো নোট আর ব্যবহার করা যাবে না জাতীয় সড়কের টোল প্লাজাগুলোতেও।
কেন্দ্রের পুরনো নির্দেশিকায় বলা হয়েছিল, টোল প্লাজায় ২ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ ও হাজারের দুটো নোটই ব্যবহার করা যাবে। তবে আগামী ৩ ডিসেম্বর থেকে শুধুমাত্র পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করা যাবে সেখানে। এখন সেই নিয়মেরও পরিবর্তন করা হল।
অতএব কেন্দ্রের এই নয়া নির্দেশিকা লাগু হওয়ার পর আগামী ৩ ডিসেম্বর থেকে এই সমস্ত জায়গায় ছোট নোট বা নতুন ৫০০ ও হাজারের নোটই লেনদেনের জন্যে ব্যবহার করতে হবে।
নোটকাণ্ড:বিধি বদল, ১৫ নয়, ২ ডিসেম্বর অবধি ব্যবহার করা যাবে পুরনো ৫০০-র নোট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2016 11:05 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -