Kuneru (Vizianagaram, Andhra Pradesh) Hirakhand express derailment: Death toll rises to 23, 36 people injured. pic.twitter.com/tUahWMwqLU
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু, আহত বহু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jan 2017 07:11 AM (IST)
হায়দরাবাদ: ফের বেলাইন ট্রেন। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার কুনেরু স্টেশনের কাছে লাইনচ্যুত জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেসের ৯টি কামরা। এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত শতাধিক। গতকাল রাত ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। রাতেই চারটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক স্টেশনে চালু হয়েছে হেল্পলাইন নম্বর। দুর্ঘটনার জেরে রায়গড়-বিজয়নগরম শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বেশকিছু ট্রেন অন্য পথে ঘোরানো হয়েছে। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা জানা যায়নি। তবে উড়িয়ে দেওয়া হচ্ছে না মাওবাদী নাশকতার আশঙ্কা। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। গুরুতর আহতদের পঞ্চাশ হাজার ও সামান্য আহতদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা।