দূর্গাপুজোর আগেই চালু কলকাতা-আগরতলা সরাসরি ট্রেন পরিষেবা!
Web Desk, ABP Ananda | 27 Sep 2016 04:42 PM (IST)
আগরতলা: কলকাতা থেকে এবার ট্রেনে সরাসরি আগরতলা। পরিষেবা শুরু হতে পারে পুজোর আগেই! এমন সম্ভাবনার কথাই জানাল রেল। নর্থ ফ্রন্টিয়ার রেলের মুখ্য ইঞ্জিনিয়ার হরপাল সিংহ বলেন, আগরতলা ও কলকাতার মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা দূর্গাপুজোর আগেই হয়ত শুরু হয়ে যাবে। গত ৩১ জুলাই দেশের ব্রড গেজ মানচিত্রে অন্তর্ভুক্ত হয়েছে আগরতলা। ওই দিন রেলমন্ত্রী সুরেশ প্রভু আগরতলা-নয়াদিল্লি রুটে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস চালু করেন। একইদিনে তিনি আগরতলা ও বাংলাদেশের আখুরার মধ্যে সংযোগকারী ১৫ কিলোমিটার দৈর্ঘ্য লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রভু তখনই কলকাতা-আগরতলা ট্রেন চালুর কথা ঘোষণা করেছিলেন। সিংহ জানান, আগরতলা–আখুরা প্রকল্পের কাজ এবছরই শুরু হবে। এর জন্য ইতিমধ্যেই ১০০ কোটি টাকা ত্রিপুরা সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং জমি অধিগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।