নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিজেপি-বিধায়ক বাবার বিরুদ্ধে প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুলে শোরগোল ফেলেছেন তাঁর মেয়ে। রাজেশ মিশ্র নামে ওই বিধায়কের মেয়ে সাক্ষী মিশ্র সোস্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি করেছেন, অজিতেশ কুমার নামে এক দলিত যুবককে বিয়ে করায় বাবা তাঁদের দুজনকেই হুমকি দিচ্ছেন, গুন্ডা  লাগিয়েছেন। তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন বলে দাবি সাক্ষীর। প্রাণভয়ের আশঙ্কায় পুলিশি নিরাপত্তাও চেয়েছেন ২৩ বছরের সাক্ষী। বলেছেন, আমাদের ধরতে পারলে মেরেই ফেলবে ওরা।


অজিতেশেরও দাবি, গুন্ডারা ঘুরছে। যে হোটেলে আমরা উঠেছি, সেখানেই কয়েকজন এসেছিল।

বেরিলি জেলার বিঠারি চৈনপুরের বিধায়ক রাজেশ।

পুলিশ জানিয়েছে, সাক্ষী বুধবার সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ২৯ বছরের দলিত অজিতেশকে বিয়ের কথা জানান, আরেকটি ভিডিওতে দাবি করেন, বাবা, ভাই ও তাদের এক সঙ্গীর থেকে প্রাণহানির আশঙ্কা করছেন তিনি। বেরিলির পুলিশ সুপারের কাছে নিজের, স্বামীর নিরাপত্তার আর্জি জানান সাক্ষী। বাবা ও তাঁর সহযোগীরা তাঁকে খতম করতে চান বলে অভিযোগ তুলে সাক্ষী বেরিলির সাংসদ, বিধায়ককেও আবেদন করেছেন, তাঁরা যেন তাঁকে সাহায্য না করেন। ডিআইজি আর কে পান্ডে ভিডিওর কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন, এসএসপিকেও নির্দেশ দিয়েছেন ওই দম্পতির নিরাপত্তার ব্যবস্থা করতে। তবে ডিআইজি বলেছেন, সাক্ষী কোথায় আছেন, না জানানোয় পুলিশ বুঝতে পারছে না, নিরাপত্তার ব্যবস্থা কীভাবে করবে।

ভিডিওতে সাক্ষী বাবাকে তাঁকে তাঁর মতো বেঁচে থাকতে দেওয়ার আবেদন করেছেন। তিনি  হুঁশিয়ারিও দিয়েছেন, তাঁর বা তাঁর স্বামীর কিছু হলে এমন কিছু করবেন, যাতে বাবাকে জেলে যেতে হবে।

তবে সাক্ষীর অভিযোগের মুখে বিধায়ক-বাবার দাবি, মেয়ের দলিতকে বিয়ের বিরোধী নন তিনি, তবে তাঁর আপত্তি অন্যখানে। রাজেশের বক্তব্য, আমার চিন্তার কারণ একটাই, ছেলেটা ওর থেকে ৯ বছরের বড়। বাবা হিসাবে ওদের ভবিষ্যত নিয়েও ভাবছি, কারণ ছেলেটার তেমন আয় নেই।  মেয়ের ক্ষতি করার কথাও ভাবতেও পারি না। চাই, ওরা ফিরে আসুক। দলের ওপরের নেতাদেরও এ ব্যাপারে সব জানিয়েছি।