শেষ হতে পারে জাঠ বিক্ষোভ, ওবিসিদের জন্য নতুন কমিশন তৈরি করতে চলেছে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2017 12:44 PM (IST)
নয়াদিল্লি: সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন ধরে চলা জাঠ বিক্ষোভ এবার শেষ হতে পারে। অশান্তি সামাল দিতে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসি-র জায়গায় নতুন একটি কমিশন আনতে চলেছে তারা। শোনা যাচ্ছে, সংরক্ষণের তালিকায় থাকা ওবিসিদের তালিকায় নতুন আর একটি জাতি অন্তর্ভুক্ত হতে চলেছে। সংবিধান সংশোধন করে নতুন এই তালিকা গ্রহণ করা হবে, একইসঙ্গে সাংবিধানিকভাবে গৃহীত হবে নতুন কমিশনটিও। জানা গিয়েছে, জাঠদের দাবিদাওয়ার কথা মাথায় রেখেই নতুন এই সংস্থা তৈরি করা হচ্ছে। উত্তরভারত বিশেষ করে হরিয়ানার জাঠ সম্প্রদায় বেশ কয়েক বছর ধরে সংরক্ষণের দাবিতে আন্দোলন করে আসছে। রেললাইন উপড়ে, পুলিশের ওপর হামলা চালিয়ে সহিংস আন্দোলনও করেছে তাকা। গত বছর ফেব্রুয়ারিতে তাদের আন্দোলনে দিনদশেক হরিয়ানা কার্যত পঙ্গু হয়ে যায়। ভালরকম প্রভাবিত হয় উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বিস্তীর্ণ এলাকার জীবনযাত্রা। দিল্লির যন্তরমন্তরেও দিনকয়েক আগে আন্দোলনের প্রস্তুতি নেয় তারা কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খাট্টারের সঙ্গে বৈঠকের পর শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়।