সেনার প্রবেশিকা পরীক্ষায় সাফল্য না পেয়ে ফেসবুকে লাইভ করে আত্মহত্যা আগ্রার তরুণের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jul 2018 10:46 AM (IST)
আগ্রা: পাঁচ বারের চেষ্টাতেও ভারতীয় সেনা বাহিনীর প্রবেশিকা পরীক্ষায় সফল হতে পারেননি। স্বপ্নভঙ্গের বেদনায় চরম সিদ্ধান্ত নিলেন আগ্রার ২৪ বছরের এক তরুণ। ফেসবুকে লাইভ স্ট্রিম দিয়ে আত্মহত্যা করলেন তিনি। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মুন্না কুমার বুধবার সাত সকালে ১.০৯ সেকেন্ডের ভিডিও ফেসবুকে লাইভ করেন। শান্তি নগরের বাসিন্দা মুন্না ছিলেন বিজ্ঞানে স্নাতক। ভিডিওতে তিনি তাঁর আত্মহত্যার কারণ জানান। প্রায় ২,৭০০ জন ওই লাইভ ভিডিওটি দেখেছেন। কিন্তু পরিবারের লোকজন এ ব্যাপারে বিন্দুবিসর্গও আঁচ পাননি। ঘটনা ঘটে যাওয়ার পর তাঁরা জানতে পারেন। ততক্ষণে মারা গিয়েছেন মুন্না। মুন্না একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন। ওই নোটে পাঁচ বার চেষ্টা করেও সেনাবাহিনীর প্রবেশিকা পরীক্ষায় সফল হতে না পারার জন্য নিজেকে দায়ী করেছেন। মুন্নার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।